'সাপলুডু'
'খেলার অংশ এখানে সবাই, কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে, যেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে, অন্যের জালে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ, প্রতিপক্ষ নিঃশেষ হবার আগেই এ খেলা শেষ হয় না।
মারতে হবে নয়তো মরতে কিন্তু খেলতে হবে সবাইকে'
আজ সবাই মিলে খেললাম সাপলুডু।
আদিবাসী গ্রামে হামলা ও রাজনৈতিক উত্তাপ নিয়ে এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। ভরপুর থ্রিলার। শুধু অপেক্ষা করছিলাম এর পর কি হতে যাচ্ছে।
শুভ, মীম, তারিক আনাম, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, সালাহউদ্দিন লাভলু, রুনা খান, সুষমা সরকার মাল্টিস্টারার নিজ নিজ চরিত্রে দারুন অভিনয় করেছেন। ভরপুর থ্রিলার ছবিটি।
ক্যামেরার কাজ, জঙ্গলের ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু চমৎকার ছিল। পুরোটা সময় উপভোগ করেছি। এ বছরের সেরা পলিটিক্যাল থ্রিলার ধাঁচের বাংলা সিনেমা।
Credit Goes To : Sabuj Basak
0 Comments