SHAP LUDU MOVIE REVIEW | সাপলুডু সিনেমার রিভিউ | সাপলুডু রিভিউ |

Shap ludu movie Review| সাপলুডু সিনেমার রিভিউ|   

হয় মারতে হবে,নয় মরতে হবে"কিন্তু খেলতে হবো সবাইকে" মুভির এই একটি ডায়লগটিতেই মুভির প্রায় ৮০% গল্পটা বলে দেয়া হয়েছে,যদি আপনি ভালো করে শুনেন তাহলে বুঝতে পারবেন।

সিনেমায় আরফিন শুভর নাম আরমান,
মিমের নাম পুষ্প এবং জাহিদ হাসানের নাম ইরফান।

‌দীর্ঘদিন পর গোলাম সোহরাব দোদুল এর সাপলুডুর মাধ্যমে স্ট্রং কামব্যাক করলেন আরিফওন শুভ।পুরো সিনেমাটাই ছিল বেশ টানটাম উত্তেজনার একদম প্যাকেজ থ্রিলার যাকে বলে।স্ক্রিনপ্লে তে কোথাও ফ্লাট ছিলোনা।
সিনেমার গল্পে ফুল মার্ক পাবে এ ক্ষেত্রে সাপলুডু। এবার আসি অভিনয়ে,যদিও এ মুভির অভিনেতাদের নিয়ে খুব একটা কিছু বলার নেই কারন সবকজনই লিভিং লিজেন্ড বাংলাদেশের।


‌তবে জাহিদ হাসানের অভিনয়টা আর একটু বেটার এক্সপেক্টেড ছিলো।তারিক আনাম খান দুর্দান্ত,মিমের অভিনয়টাও বেশ পাকা মনে হয়েছে,ওভারএক্টিং কম ছিলো।

‌এবার আসি আরফিন শুভর অভিনয়ে,৮/১০ দেবো।তার ফেসিয়াল এক্সপ্রেশনটা ছিলো দেখার মতো,একশন সিকোয়েন্স গুলোও বেশ দুর্দান্ত। তবে কোথাও একটু খানিকটা ঘাটতি চোখে পড়বে,বিশেষ করে তার উচ্চস্বরে ডায়লগ ডেলিভারির সময়টাতে,তবে গল্পের দৌড়ে সেটা খুব একটা চোখে পড়বে না।



‌এবার আসি অন্যান্য ডিপার্টমেন্ট এ,ক্যামেরার কাজটা একটু উইক লেগেছে।এডিটিং কালার কারেকশন এ কিছুটা ঘাটতি চোখে পড়বে।

‌এই মুভির মুল শক্তিই হল গল্প। অনিন্দ্যসুন্দর গল্প।
‌গান বা মিউজিক বিজিএম এভারেজ।
‌সাপলুডু ছবিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় স্টাইলিশ স্টার আরিফিন শুভ আরো আছেন মিম,জাহিদ হাসান,সালাউদ্দিন লাভলু,তারিক আমান খান,মারজুক রাসেল,রুনা খান |

‌সিনেমা হল:
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া), এশিয়া (ঢাকা), ঢাকা ক্যান্টম্যান্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রাণীমহল (ঢাকা),
চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্টম্যান্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধপপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল),
তিতাস (পটুয়াখালি), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা),নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীণ (মানিকগঞ্জ)।

‌ওভারঅল রেটিং :৭.৫/১০
‌★★★1/2

Post a Comment

1 Comments