সাপলুডু সিনেমার জয়জয়কার | হাউসফুল যাচ্ছে সাপলুডু | Shap Ludu Box office |


চারদিকে সাপলুডু সিনেমার জয়জয়কার। দীর্ঘদিন পর আরিফিন শুভর থ্রিলার সিনেমার মাধ্যমে কামব্যাক সিনেমাপাড়ায় হৈচৈ ফেলে দিয়েছে।আজ রিলিজ পেয়েছে সাপলুডু।


 হল সংখ্যা যদিও  বেশ কম ৪১টি।একটা কথা মাথায় রাখতে হবে যে দেবী কিংবা আয়নাবাজির ক্ষেত্রেও বা পোড়ামন ২ এর ও কিন্তু হল সংখ্যা শুরুতে বেশ কম ছিলো  কিন্তু পরে বেড়ে যায় কয়েকগুণ সিনেমাও হিট হয়।শুভর ক্যারিয়ারের আরেকটি হিট সিনেমা হতে চলছে সাপলুডু।



বলাকা সিনেমাহলে টিকেট নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে,হাউজফুল শো চলছে বলাকায়,অন্যান্য সিনেমাহল গুলোতেও বেশ উপচে পড়া ভীড় দেখা গেছে।যদিও কোনো রকম ফেস্টিভ্যাল ছাড়াই রিলিজ দেয়া হয়েছে সাপলুডু। আরফিন শুভ ও বেশ প্রচার প্রচারণা চালিয়েছেন।

২০১৯ এ সফল থ্রিলার হিসেবে নাম লেখাতে চলছে সাপলুডু।সিনেমাটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে।

সাপলুডু ছবিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় স্টাইলিশ স্টার আরিফিন শুভ আরো আছেন মিম,জাহিদ হাসান,সালাউদ্দিন লাভলু,তারিক আমান খান,মারজুক রাসেল,রুনা খান |

‌সিনেমা হল: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা),
বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া), এশিয়া (ঢাকা, ঢাকা ক্যান্টম্যান্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রাণীমহল (ঢাকা),
চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্টম্যান্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধপপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম),
 মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালি), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা),নন্দিতা (সিলেট),
 বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীণ (মানিকগঞ্জ)।

Post a Comment

0 Comments