সিনেমা : মহালয়া
মহালয়ার দিনে দেখার জন্য এ মুভিই যথার্থ।
😊
সালটা ১৯৩১, ভারতবর্ষ তখন পরাধীন, মহালয়ার পুন্যলগ্নে অল ইন্ডিয়া রেডিওতে (আকাশবানী) প্রথমবার সম্প্রচারিত হল ‘মহিষাসুরমর্দিনী’। পরবর্তী ৪৫-টি বছর মহালয়ার সকালে বাঙালীকে একজোট করলো এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সুত্রধরের ভুমিকায় থাকলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যিনিই ছিলেন এ অনুষ্ঠানের প্রাণ। প্রথম ৩৫ বছর রেডিওতে লাইভ পাঠ হলেও ১৯৬৬ সাল থেকে রেকর্ডিং করা ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচার করা শুরু করে অল ইন্ডিয়া রেডিও। সবচেয়ে বেশি প্রচারিত অনুষ্টানও ছিল এটি। ১৯৭৬ সালের মহালয়ায় এর পরিবর্তন ঘটল। এত বছরের প্রথা ভাঙ্গল। এক পক্ষ চায় এর পরিবর্তন। সেই বছর অল ইন্ডিয়া রেডিও সিদ্ধান্ত নিল মহালয়ার সকালের অনুষ্ঠানটি নতুনভাবে সাজাবে তারা। তখন স্তোত্রপাঠের দায়িত্ব পেলেন বাংলার মহানায়ক উত্তম কুমার।
☺
নতুনের ভিড়ে পুরাতন ভেসে যাবে কিন্তু বাঙ্গালীরা কি তা মেনে নিবে?
★ Courtesy :Tonmoy Ghosh
(Govt.City College,CTG)
0 Comments