আপনারা সাংবাদিকেরা যদি কাভার না করেন তা হলে ২ ঘন্টায় সমাধান হয়ে যায়।
তারা একটা লোভ সংবরণ করতে পারতেছেনা যে আমরা নেতা হয়ে গেছি,সারাদেশে আমাদের দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে।
তার কাছে একজন অভিভাবক ও এসেছিলো।তার ভাই গার্মেন্টসে কাজ করে সে দেখে বলে,ও নেতা হয়ে গেছে,বেয়াদবি করতেছে,ওকে সরিয়ে নাও।
বাবা মা দুজন এসে জোর করে তাকে নিয়ে গেছে। এরকম সব বাবা মায়ের ই উচিত এমনটা করা।আপনার ছেলেমেয়েকে কি শিখাচ্ছেন।
ভাইস চ্যান্সেলরকে যা তা ভাষায় অকথ্য কথা বলতেছে।আপনারা তো দাবি দিতে পারেন।
ভিসির অপসারণের জন্য মানববন্ধন করতে পারেন।
0 Comments