ভয় সিনেমার গল্প | ভয় সিনেমার রিভিউ | ভয় অংকুশ |
অংকুশের পরবর্তী অ্যাকশন থ্রিলার সিনেমা ভয়,যেটা ২০২০ সালে রিলিজ করবে।ইকো ফিল্মস এর ব্যনারে নির্মিত হচ্ছে ভয় সিনেমাটি।সিনেমার ডিরেক্ট করেছেন রাজা চন্দ এবং স্ক্রিনপ্লে ও তার ই লেখা।বলে রাখা ভালো যে রাজা চন্দের অধিকাংশ সিনেমাই থাকে দক্ষিণী সিনেমাগুলো থেকে ইন্সপায়ার্ড।
সিনেমাটোগ্রাফি তে থাকছেন মানষ তিওয়ারি যিনি শাহরুখ খানের জিরো,ফ্যান,অমিতাভ বচ্চনের পিকু এসব সিনেমায় কাজ করেছেন।
এ সিনেমায় অভিনেত্রী হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া এবং অংকুশ কিছুদিন আগে বিবাহ অভিযান সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন।
ভয় সিনেমার গল্পে দেখা যায় অংকুশ একজন সুইমিং ইন্সট্রাক্টর,তার স্টুডেন্টরা সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে,তিনি চাচ্ছেন তার স্টুডেন্টদের আন্তর্জাতিক লেভেলে অংশগ্রহণ করুক।নিতান্তই সাদাসিধা জীবন।একমাত্র বোনকে নিয়েই তার জীবন।
তার ছোট বোন অটিজমে আক্রান্ত। বোনের প্রতি মারাত্মক ভালোবাসা তার।তার বোনের এই বিশেষ স্কুলের শিক্ষিকা থাকেন নুসরাত ফারিয়া।একটা সময় তার বোন কিডন্যাপ হয়ে যায়।আদুরে বোন কিডন্যাপ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হন্যে হয়ে পড়েন অংকুশ।
ফার্স্ট লুকে যেটা আপনারা দেখতে পেয়েছেন অংকুশকে এক হাতে একটা চিঠি,অন্য হাতে একটা ভাঙা আয়নার টুকরো দেয়ালে সদ্য খুন করা রক্তের দাগ,অথচ চোখেমুখে ভীষন ভয়,বোনকে বাঁচানোর আকুতি।
সাধারন একটা
সুইমিংপুলের ইন্সট্রাকটর থেকে বদলে যাওয়া আকটা মানুষের জীবনের গল্প।একটা চিঠি একটা মানুষকে কতটা ভয় পাইয়ে দিতে পারে তা দেখা যাবে এ সিনেমায়।
আমরা সবাই ভয় পাই,কিন্তুু কতটা ভয় পেলে একটা মানুষ রিতীমত পাগল হয়ে যায়।
এসব কাহিনি অবলম্বনেই নির্মিত হচ্ছে অংকুশের ভয়।
1 Comments
nice post
ReplyDelete