পাভেল এর গল্পে জিৎ এর পরবর্তী সিনেমা অসুর আসছে এই ডিসেম্বরে | অসুর সিনেমাটি রাম কিংকর কে উৎসর্গ করা হয়েছে।
এবার আসা যাক সিনেমার গল্পে:
গল্পে জিৎকে দেখা যায় একজন আন্ডাররেটেড আর্টিস্ট,অথচ তার কেউ মূল্য দেয়না।গুরুত্ব বোঝে না।
গল্পের জিৎ,আবির সিনেমায় যার নাম বোধি,নুসরাত ৩জনই আর্টস নিয়ে পড়াশোনা করেছেন।
জিৎকে দেখা যাবে গল্পের নামকরণের চরিত্র অসুর রূপে।যার চোখে মুখে একটা যাযাবর ছাপ স্পষ্ট মানে তার লুকেই দেখা যায় তার জীবনের লড়াইটা কিংবা তার বেঁচে থাকার লড়াইটা।চুল বড়,অযত্ন ক্লান্তি,সর্বহারা একটা লুকে দেখা যাবে জিৎকে।
অসুর মূলত সব দেবতাকে হত্যা করে কিন্তু দেবী দুর্গার আবির্ভাবের পর তার হাতে পরাস্ত হয়।কিন্তু এখানে দেখা যায় সেই অসূর জিৎ ই আরাধনা করছেন দেবী দুর্গার।আসলে এখানে দেবী বলতে মুলত নারী চরিত্র নুসরাতকে বোঝানো হয়েছে।
গল্পের ক্লাইম্যাক্স এ নুসরাতের শিকার ই হবেন জিৎ তথা অসুর।
আবিরকে দেখা যায় একদম ভদ্রলোক কিন্তু গল্পের পুরোটায় কি সে আসলেই এমন ভদ্র।
না।
আপনারা যদি তার কানামাছি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সাদাসিধা অথচ কতটা শেডস অব গ্রে লুকানো।
এ ছবির পোস্টারটা ও যদি একটু ভালোভাবে লক্ষ করেন তাহলে আবিরের চেহারায় সেই ছাপটা দেখতে পাবেন।একটা সময় লাভ ট্রায়াংগেল ব্যাপারটা চোখে পড়বে।
0 Comments