Table No. 21 Movie Review Bangla। টেবিল নম্বর ২১ রিভিউ।

Full Name: Table No 21 (2013)
Quality: 720p HD
Genres:  Adventure, Thriller
Release Date: 4 January 2013
Language: Hindi
Cast:  Paresh Rawal, Rajeev Khandelwal, Tina Desai


প্রতিশোধের গল্প যে এমন হতে পারে সেটা না দেখলে বুঝতেই পারতাম না।

গল্পের প্রথমে দেখা যায় এক দম্পতি লটারিতে জিতে ফ্রিতে ফিজি যাচ্ছেন।
দম্পতি টি ৫ বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করে।আর এই লটারি বিজয়ী টিকিটে তাদের ৫ম বিবাহবার্ষিকীতে ফিজিতে ট্যুরে যায়।প্রথমত সেখানের সবাই তাদেরকে ভীষন আপ্যায়ন করে।

তারা যে রিসোর্টে উঠেছে সেই রিসোর্টের মালিক তাদের অভ্যর্থনার্থে একটা গেম এর ব্যবস্হা করে।৮ টি প্রশ্ন থাকবে এ গেম এ জিতলে ১০ মিলিয়ন ফিজিও মুদ্রা ভারতীয় টাকায় ২১কোটি।প্রথম প্রশ্ন ১কোটি ২য় প্রশ্ন ২ কোটি এভাবে আগাবে।
শর্ত হলো খেলার মাঝে তারা গেম অসমাপ্ত রেখে চলে যেতে পারবেনা,হ্যা বা না এ উত্তর দিতে হবে সেই সাথে প্রতেকটা ধাপে একটা কাজ দিবে যেটা করতে হবে।মিথ্যে বললে মরতে হবে।সত্য মিথ্যে যাচাইয়ের জন্য তাদের হাতে একটা যন্ত্র বসানো থাকবে,সত্য বললে গ্রিন সিগনাল দিবে আর মিথ্যে বললে লাল
।২১কোটি টাকার লোভে তারা সানন্দেই রাজি হয়ে যায়।

এখন কথা হল,তারা কি পারবে শেষ অব্দি ৮টা প্রশ্ন আর কাজ কমপ্লিট করতে।কেনইবা শুধু তাদের সাথেই এমনটা হবে ???
কিংবা তারা কি এমন করেছিলো যার জন্য এই লাইফ রিস্ক গেমিং এর চক্করে পড়তে হলো?????
তারা কি গেম রেখে পালিয়ে যেতে পারবে???
তারা কি এভাবেই সানন্দে ৫ম বিবাহবার্ষিকী পালন করে আবার ইন্ডিয়া যেতে পারবে?????
কিংবা গেম অফারকারী এই রিসোর্টের মালিক আসলেই কে????

সবগুলো প্রশ্নের উত্তর এক টক করে মুভিটিতে পেয়ে যাবেন।
একটা স্ট্রং মেসেজ পাবেন।অসাধারণ একটি মুভি।

Post a Comment

0 Comments