Sahjahan Regency Movie Review | শাহজাহান রিজেন্সি রিভিউ


Our life is but a winter’s day; Some only breakfast and away; Others to dinner stay and are full fed; The oldest man but sups and goes to bed; He that goes soonest has the least to pay.
— A.C. Maffen
ছয়টা ক্লিপে আটকানো একটা গল্প। একটা বনেদি হোটেল আর এই হোটেলেরই কিছু ফ্রাস্ট্রেটেড ,একা মানুষদের জীবনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।সেই সাথে হোটেলে আসা চেনা পরিচিত মানুষগুলো ও জড়িয়ে আছে এ গল্পে।
মুভিটির শেষের অংশটা সত্যিই অসাধারণ ছিলো।তবে প্রথমদিকে গল্পটা খুবই স্লো এগিয়েছে যার ফলে বোরিং লাগবে।খুবই সাধারন একটা গল্প আবির,পরমব্রতের অসাধারণ অভিনয়।
তবে সারসংক্ষেপ একটা কথাই,প্রকৃতি মাত্রই পরিবর্তনশীল, কোন কিছুই চিরস্থায়ী নয় হোক সেটা এ গল্পের শাহজাহান রিজেন্সি কিংবা বদলে যাওয়া বা হারিয়ে যাওয়া শাহজাহান রিজেন্সির লোকগুলো।
তবে অনির্বানের কণ্ঠে কিচ্ছু চাইনি আমি গানটা সত্যি অনবদ্য। গল্পের একটা সময় মনে করিয়ে দেয়া হয় ঠিক এভাবেই মমতাজ মারা যাওয়ার পর নিঃসঙ্গ সম্রাট শাহজাহান দাড়িয়ে তাজমহল দেখতেন।কিছু কিছু ক্লিপ জাস্ট  অনিন্দ্যসুন্দর ছিলো।

Post a Comment

0 Comments