অক্টোবর মুভি রিভিউ | October movie review and story bangla

Movie name:October 💔

এটাকে মুভি বললে হয়ত ঠিক হবে না,জাস্ট একটা গল্প,একটা অস্ফুট ভালবাসার গল্প।
হয়ত অনেকের কাছেই ভালো লাগবেনা কারন মুভিটা অনেকটা ধীর গতিতে এগিয়েছে কিন্তু It's a life story,more than a movie বলে মনে হয়েছে আমার কাছে।এই মুভির গল্পটা অনেকেই নিজেদের সাথে রিলেট করতে পারবেন।অপ্রীতিকর বাস্তবতার গল্প।
কোনদিন মুখ ফুটে বলাই হল না I love You.
কেবল একটা শব্দ "Where is Dan"
যে শব্দটা একটা ছেলেকে পুরোপুরি পাল্টে দিয়েছিল।
মুভির শেষটা গল্পটাকে পরিপূর্ণতা দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য ড্যানের জন্য,তার সেই অলীক সপ্ন বাস্তবতা বেড়াজাল অব্দি পৌঁছাতে পারেনি।
মুভিটা শেষ হল কেমন একটা নিস্তব্ধতা কাজ করছিল।
শিউলি অপেক্ষা করত প্রতি বছর অক্টোবর মাসের জন্য,তার আজন্ম প্রিয় শিউলি ফুল যে এই অক্টোবর মাসেই ফোটে।
কি দুর্দান্ত আর পরিপক্ক অভিনয় দেখলাম বরুণের,এই ছবিতে তার ন্যাচারাল অভিনয় হৃদয় ছুঁয়ে যাবে।

Post a Comment

0 Comments