নূর জাহান(Noor Jahan)
IMDB:7.2/10
Personal rating:4.5/10
জাজের সিনেমা,রাজ চক্রবর্তীর প্রোডাকশনের তাই মুভিটা দেখার আগে অনেকটা উচ্ছাসিত ছিলাম,কিন্তু আশানুরূপ পেলাম না।টিপিক্যাল প্রেম কাহিনী আর তার অন্তিমতাই ঠাই পেয়েছে এই ছবিতে।তবে এই ছবির প্রথম দেড় ঘন্টা এতটাই ধীরগতিতে গল্পটা এগিয়েছে যে দর্শকদের কাছে বিরক্তিকর লাগবে অনেকটা নাটকের মতো।এই ছবিটা দেখে চিরদিন ই তুমি যে আমার আর বোঝেনা সে বোঝেনা ছবির কথা মনে পড়ে গেল,আপনারা দেখলে ও হয়ত আপনাদের কাছেও এমন ফ্লেভার ই লাগবে। তবে শেষদিকে গল্পটা ভালো লাগার মতো হলেও অনেক মুভিতেই ইতিপূর্বে এমন কাহিনী দেখে থাকবেন তাই ভাল লাগার মাত্রাটা কমে যাবে।এবার আসি অভিনয়ে-
পূজা-দেশের বলে না সত্যি গল্প যেমনই হোক না কেন তার অভিনয় ছিল প্রশংসনীয়,একবারের জন্য ও বোঝা যাবেনা যে এটা তার প্রথম ছবি।
আদৃত-ভালো অভিনয় করলেও তার অভিনয়ে অপরিপক্বতার ছাপ বিদ্যমান ছিল।
অপরাজিতা- সংলাপে হীনতা(নবাব ছবিতে তাকে যেভাবে অভিনয় করতে দেখা গেছে এখানে তার থেকে অনেক কাচা অভিনয়)
অন্যান্য-অনেক বাংলাদেশী অভিনেতাই ছিলেন কিন্তু তাদের সংলাপ বা অভিনয় দেখে মনে হচ্ছে কৃত্রিম, ক্যামেরার সামনে অভিনয় করছেন তা বোঝা যাচ্ছে মানে ওভাবে ফুটিয়ে তুলতে একদমই পারেননি।
[বি.দ্র:সম্পূর্ণ নিজস্ব অভিমত,কারো অভিমতের সাথে অমিল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন]
কার্টেসি : হাসিবুর রহমান
0 Comments