Makorsa Shortfilm Review | মাকড়শা শর্টফিল্ম রিভিউ |

Makorsha Shortfilm

বাংলা শর্টফিল্ম রিভিউ


"মাকড়শা"
রেহান রহমানের বাংলা শর্টফিল্ম;তবে অন্যান্য  শর্টফিল্মের থেকে বেশ আলাদা।
প্লট:চার বন্ধু প্রথমত ছিচকে চোর তারপরে ব্যাংক ডাকাতি করে ৭৫লক্ষ টাকা নিয়ে গাড়িতে করে বৃষ্টি রাতে ঢাকা শহর ছাড়ছিল;পুলিশ সবজায়গায় চেকপোস্ট এ চেক করছে।দুর্ভাগ্যক্রমে একটা নিরিবিলি  রাস্তা দিয়ে মেইন সড়কে ওঠার সময় বৃষ্টির কারনে রাস্তা তলিয়ে যাওয়ায় গাড়ি থেমে যায়;গাড়ি থেকে নেমে পাশেই একটা বড় পুরানো ভবন পেয়ে সবাই হুড়মুড় করে উঠে পরে।
প্রশ্ন হল ওই বাড়ি আসলে কার বা কি?তারা কি বেড়োতে পেড়েছিলো পরে ওই বাড়ি থেকে??এই প্রশ্নের উত্তর খুঁজতেই আর একটা সত্যের সম্মুখীন হবেন।
আর গল্পের শেষে খানিকটা থেমে যাবেন।
খুব ঝাঁঝালো একটা থ্রিলার শেষে পাবেন।
মাত্র ১৪মিনিটের এ শর্ট ফিল্ম টি ifflix বা যে কোনো সাইটে পাবেন আশা করি।😊

Post a Comment

0 Comments