Khaad movie review | খাদ মুভি রিভিউ | খাদ সিনেমার গল্প |

Movie:- খাদ (২০১৪)
IMDB:- 7.1/10
Personal:- 8/10
সবার ভেতরেই কিছু গোপন সত্য থাকে যা আর কেউ জানে না।কেমন হত যদি সেই সত্যগুলো বের করে দিতে পারতেন।হয়ত ভাল হতো,হয়ত না।এমন একটি গল্প নিয়েই খাদ।
কৌশিক গাঙ্গুলীর আরো একটি সেরা কাজ।
গল্পের বৈচিত্র্য এই ছবির প্রাণ।যারা একটু ভিন্ন গল্পের স্বাদ নিতে আগ্রহী তাদের জন্য এটি একটি পারফেক্ট মুভি।মুভির শুরুটা হয় একদল যাত্রীদের নিয়ে যারা সম্পূর্ণ অপরিচিত একে অপরের।একটি দূর্ঘটনায় তাদের গাড়ি রাস্তা থেকে প্রায় ৪০০-৫০০ ফিট নিচে খাদে পড়ে যায়।মারাত্মক আহত ১৫ জন মানুষ বাধ্য হোন দিনের আলো কমে আসায় সেখানেই অবস্থান করতে।মূলত মুভির মুগ্ধ হওয়ার  শুরু এখান থেকেই ।এই দলে একজন পাদ্রী থাকেন যিনি প্রস্তাব করেন যে এই রাত্রে সবাই যার যার মনে যে কথাটি গোপন করে রেখেছেন তা আজ সবার সামনে প্রকাশ করে হালকা হয়ে যান,আগামিকালের যে সকাল তা নতুন করে শুরু হোক।এই একটি রাতই মুভি।একটি রাতই পনেরজন মানুষের নিজেকে আবিষ্কার করার,জীবনের সত্যকে খুঁজে পাওয়ার।প্রতিটি মানুষের সামনে আয়নার মত এসে দাড়ায় এই রাত।জীবনের নিষ্ঠুর সত্যকে খাদে ফেলে জীবনের আহবান নতুন করে শুরু করার।দর্শক হয়ত নিজেকেও খুঁজে পেতে পারেন কোন গল্পের চরিত্রে।
প্রতিটি মানুষের গল্প মুগ্ধ হয়ে শুনে যেতে থাকবেন।গল্প না বলে কনফেশন বলাই ভাল।কিছু কনফেশন কাঁদাবে (বিশেষ করে অসুস্থ মা ও তার ছেলের কনফেশন দুটি),কোনটা রাগাবে,কোনটা আবার আবেগে ভাসাবে।বিচিত্র মানুষের ভেতরকার গল্প যেন সব আমাদের গল্পই।পরিচালক তার অসাধারণ গল্প বলার ক্ষমতার সদ্ব্যবহার করেছেন এখানেও,সাথে তো আছে তার অনবদ্য অভিনয়।প্রতিটি অভিনেতার অভিনয়ের সাবলীলতা মুভিকে অসামান্য করে তুলেছে এবং প্রতিটি সিন নতুন করে নিজেকে চেনায়।বাড়তি পাওয়া হিসেবে পাবেন পরিচালক কমলেশ্বর মুখার্জীর প্রথম পর্দায় অভিনয় আর ইন্দ্রজিৎ দাশগুপ্তের মিউজিক।
দর্শক সব থেকে বড় ধাক্কাটা পাবেন গল্পের শেষে মানে সিনেমায় পরদিন সকালে.... <3
এই মুভি দেখা সত্যিই  একটি অসাধারণ অভিজ্ঞতা....
কার্টেসি: বিপুল সাহা 

Post a Comment

0 Comments