কাদম্বরী:কাদম্বরী দেবী ছিলেন বাঙালি নাট্যকার, সঙ্গীতস্রষ্টা, সম্পাদক এবং চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধু এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী।
#হঠাৎ একটা মুভি সাইটে চোখে পড়ল ২০১৫ সালের কাদম্বরী মুভিটি।
ছবিটা যতই দেখছিলাম ততই কাদম্বরীতে ডুব দিচ্ছিলাম।পরমব্রত শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে পারফেক্ট ছিল।
একটি ৭-৮বছরের মেয়ে কাদম্বরী দেবীর সাথে অর্ধবয়সী ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিয়ে,সমবয়সী বন্ধুসম দেবর শ্রীমান ররবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অস্ফূট প্রণয়,হারিয়ে যাওয়া সেই চাপা ভালোবাসা,অপূর্নতা,তৎকালীন সমাজ,স্বামীর অন্যত্র প্রণয়,সবশেষে কাদম্বরীর আত্মহত্যা।
রবীন্দ্রনাথ-কাদম্বরী প্রণয়ের চিত্রকল্পই এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
0 Comments