Hacksaw Ridge
IMDB :8.1
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটিতে ডেসমন্ড ডস চরিত্রে অভিনয় করেন এন্ড্রিউ গারফিল্ড। ২০১৬ সালের বেস্ট পিকচার,বেস্ট ডিরেক্টর, বেস্ট মিউজিক এডিটি,বেস্ট সাউন্ড, বেস্ট এক্টর সব মিলিয়ে ৬টি নমিনেশন পায়।
👉 প্রতিটি যুদ্ধে আমরা দেখি সৈনিকদের সাহসিকতার সাথে যুদ্ধ করতে কিন্তু এখানে ডেসমন্ড এর চরিত্রটা ভিন্ন তিনি যুদ্ধ করতে আসে নি, সে এসেছে বাচাতে, নিজের আত্নরক্ষার জন্যও কোন ওয়েপন নিতে অনিচ্ছুক তিনি। এতে রয়েছে কিছু অসাধারণ মোমেন্ট
"Please Lord Help Me get One More" লাইনটি শোনার সময় চোখ দিয়ে পানি চলে আসবে....
আমার দেখা বেস্ট মুভিগুলোর একটা এই মুভিটা। এন্ড্রিঊ গারফিল্ড এর অভিনয় ছিল দেখার মত।
আশা করি শতভাগ ভাল লাগবে মুভিটা, দেখতে পারেন।
কার্টেসি : কাজী ফয়সাল
1 Comments
Do you like to watch movie online? You can get fine your best movie on 123movie.
ReplyDeleteLet's enjoy and watch your movie.