দিন-The Day : এক্সপেরিয়েন্সিং অব হলিউড মুভি শূটিং | Ananta Jalil New Movie |

Ananta Jalil

::::: দিন-The Day : এক্সপেরিয়েন্সিং অব হলিউড মুভি শূটিং :::::


সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ও আমার ভক্তগন আপনারা জানেন,

কিছুদিন আগে হলিউডের একটি সিনেমা’র শূটিং রাজধানীতে হয়ে গেছে।
বুড়িগঙ্গা ব্রিজসহ ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়।
এ সিনেমার শূটিং সাংবাদিকদের দেখার সুযোগ হয়নি। শূটিং এতটাই গোপনীয়তার মধ্যে করা হয় যে, খুব কম সংখ্যক মানুষ তা দেখেছেন। ফলে হলিউডের সিনেমার শূটিং স্বচক্ষে দেখার সুযোগ সংবাদকর্মীসহ অনেকেরই হয়নি।
তবে আমাদের দেশের জনপ্রিয় নায়ক, প্রযোজক,
পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল দিন-The Day নামে বিশ্বমানের যে সিনেমাটি নির্মাণ করছেন, তা পুরোপুরি হলিউডের সিনেমার অ্যারেঞ্জম্যান্টে করা হচ্ছে ।
যে শূটিং দেখলে ,আমন্ত্রিতরা হলিউডের সিনেমার শূটিং স্বচক্ষে দেখার অভিজ্ঞতা লাভ করবেন এবং শিহরিত হবেন।
যাকে বলে ‘এক্সপেরিয়েন্সিং অব হলিউড মুভি শূটিং’।
ইতোমধ্যে সিনেমাটির কিছু অংশের শূটিং ইরান ও আফগানিস্তান সীমান্তের দুর্গম এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে হয়েছে। ঝুঁকিপূর্ণ এ শূটিং করতে গিয়ে অনন্ত মারাত্মক আহতও হয়েছেন।
এখন সুস্থ হয়ে দেশে সিনেমাটির শূটিং করছেন।
ইতোমধ্যে ইরান থেকে ১৮ জন বিশ্বমানের টেকনিশিয়ান ও
কলাকুশলীল টিম বাংলাদেশে অবস্থান করছেন।
ব্যাপক অ্যারেঞ্জম্যান্ট এবং ভয়াবহ অ্যাকশন ও এক্সপ্লোসিভের রিয়েল ইফেক্ট নিয়ে সিনেমাটির শূটিং এখন ঢাকায় হচ্ছে ।
সম্প্রতি হেমায়েতপুরে অনন্ত জলিলের শিল্প পার্ক এলাকার কাছে ‘রিয়েল কার এক্সপ্লোশনে’র দৃশ্যের শূটিং করেছেন অনন্ত।
এ ধারাবাহিকতায় আগামী ৯ই এপ্রিল, সময় ১১ টায়, রাজধানীর স্কটিশ ভিলেজ, ডুমনি,খিলখেত ( বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরার ৩০০ ফিট থেকে পিংক সিটি হাউজিং এর পাশে) এলাকায় আরও দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শূটিং করতে যাচ্ছেন ।
Ananta jalil

..............................................................................................

"এই অ্যাকশন দৃশ্যে কী অ্যারেঞ্জম্যান্ট থাকবে, তা স্বচক্ষে দেখার জন্য আপনাদের আমি অনন্ত জলিল আমন্ত্রণ জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস, বাস্তবে আমার‘ দিন-The Day’ সিনেমার শূটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।

( প্রিন্ট,অনলাইন ও টিভি সাংবাদিক এবং ইউটিউবার ও অন্যান্য মিডিয়া সহ আমার সকল ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি ,দেখা হবে আগামী ৯ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ।

ধন্যবাদন্তে,

(অনন্ত জলিল)
নায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি। "

Post a Comment

0 Comments