ছিলে বন্ধু কি সাত জন্মের তুমি আমার

যে শহর চাইনি তা,
জীবনের সবথেকে সুন্দর।
যে আদর খাইনি তা,
জীবনের সবথেকে প্রবল আদর।

যে পথে যায়নি তা,
খুঁজে মরে অযথা
সেই পথেই বেঁধেছি যে ঘর।

ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার
ভালো মন্দ যেখানে একাকার।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায়
তুমি চিন্তে পারবে কি আমায় আবার?

যে আশা দেখিনি,
সেই প্রদীপের নিভে গেছে সলতে ।
যে ভাষা শিখিনি,
তা বড্ড ভালো লাগে যে বলতে ।
একটা মিষ্টি প্রেমের দিন
যদি নাম হয় দার্জিলিং
কুয়াশার ভেতরে চলতে চলতে ।

ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার
ভালো মন্দ যেখানে একাকার।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায়
চিনতে পারবে কি আমায় আবার।

Post a Comment

0 Comments