বাংলাদেশে কে বা কারা ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে?

নূন্যতম MBBS অথবা BDS ডিগ্রি প্রাপ্তগন ব্যতীত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেন না।উক্ত বিধান কেহ লঙ্ঘন করিলে ৩ বছরের কারাদণ্ড অথবা ১লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হইবে।-BMDC [ধারা-১৯(১,২)]

Post a Comment

0 Comments